সুইডেনে দীপাবলি উদযাপিত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আলোর উৎসব দীপাবলি। এমন এক আলো যা আনন্দ বয়ে আনে আমাদের জীবনে। সেই আলোতেই সুন্দর হোক আগামীর পথ। এবার আলোর উৎসবে সামিল হলো ইউরোপের দেশ সুইডেন।
হিন্দু ফোরাম সুইডেন কর্তৃক সুইডেনের রাজধানী স্টকহোমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দীপাবলি উদযাপিত হয়েছে।
হিন্দু ফোরাম সুইডেন এবং সুইডেনের হিন্দুরা সর্বস্তরে শান্তিরক্ষা এবং একতাবদ্ধতার জন্য একটি অভিপ্রায় নিয়ে এ বছর দীপাবলির আয়োজন করেন। সুইডেনের হিন্দু সম্প্রদায় থেকে ঐক্য আনার জন্য এটি একটি ঐতিহাসিক দিন ছিল।
তথ্য ও ছবি: সংগ্রাম দত্ত