Sunday, December 3, 2023
আন্তর্জাতিক

পাকিস্তানে মৌলানা রাহিমউল্লাহ তারিককে গুলি করে খুন করলো অজ্ঞাত বন্দুকধারী, একমাসে ‘খতম’ ৩ ভারত বিরোধী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের অজ্ঞাতনামার গুলিতে খুনের ঘটনা। এবার পাকিস্তানে জৈশ ই মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের ঘনিষ্ঠ সঙ্গী মৌলানা রাহিমউল্লাহ তারিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। 

জানা গেছে, রবিবার করাচির ওরাঙ্গি শহরে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে খুন হন মৌলানা রাহিমউল্লাহ তারিক। ওই ধর্মীয় অনুষ্ঠানে রাহিমউল্লাহ তারিক ভারত বিরোধী বক্তব্য রাখতে যাচ্ছিলেন বলে খবর।

এ বিষয়ে করাচি পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ‘এটা টার্গেট কিলিংয়ের ঘটনা। এটা জঙ্গিবাদের ঘটনা।’ 

বলে রাখি, জৈশ ই মহম্মদ বরাবরই ভারতকে নিশানা করে থাকে। এবার জৈশ ঘনিষ্ঠ নেতা খুন হলেন পাকিস্তানে। চলতি মাসে এনিয়ে ভারত বিরোধী ৩ জঙ্গিকে নিকেষ করা হল পাকিস্তানে। এই খুনের পিছনে কে বা কারা জড়িত রয়েছে তা পরিষ্কার নয়। বারবার অজ্ঞাতনামার বিষয়টি সামনে আসছে।

এর আগে লস্কর ই তৈবা কমান্ডার আক্রম গাজিকে পাকিস্তানে গুলি করে খুন করা হয়েছিল। তার আগে খুন করা হয়েছিল খাজা শাহিদ গলা কেটে খুন করা হয়েছিল। 

এবার জৈশ ই মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের ঘনিষ্ঠ সঙ্গী মৌলানা রাহিমউল্লাহ তারিককে গুলি করে খুন করলো অজ্ঞাত দুষ্কৃতী।