‘বন্ধু’ ইমরান খানের আমন্ত্রণে ফের পাকিস্তানে যাচ্ছেন সিধু
ইসলামাবাদ: ‘বন্ধু’ ইমরান খানের আমন্ত্রণে ফের পাকিস্তান যাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেসের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। এর আগে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন সিধু। তাঁর সেই পাক সফর নিয়ে উত্তাল হয়েছিল দেশের রাজনীতি। তবে এসব বিতর্ককে উপেক্ষা করেই ফের বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তান যাচ্ছেন কংগ্রেস নেতা সিধু।
পাকিস্তানের তথ্যমন্ত্রের তরফে ফওয়াদ চৌধরী জানিয়েছেন, আগামী ২৮ নভেম্বর কাতারপুর করিডোরের উদ্বোধন করবেন ইমরান খান। সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন নভজ্যোত সিং সিধু। এ প্রসঙ্গে পাক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিধু জানিয়েছেন, তিনি এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পাকিস্তানি বন্ধু ইমরান খান যখনই তাঁকে ডাকবেন তখনই তিনি সেখানে যাবেন। সিধু বলেছেন, আনন্দ ব্যক্ত করার আমার ভাষা নেই।
Last time he (Navjot Singh Sidhu) was invited by his friend & this time too a friend has invited. Currently he is busy with poll rallies. I think he should certainly go. It’s by lord’s grace that he has got this chance to touch the pious land: Navjot Kaur Sidhu #KartarpurCorridor pic.twitter.com/fF3tdO8cnr
— ANI (@ANI) 24 November 2018
প্রসঙ্গত, গত আগস্টে কংগ্রেস নেতা সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানে পাক সেনাপ্রধানকে আলিঙ্গন ও হ্যান্ডশেক করার ছবিও প্রকাশ্যে আসে, যা দেশ জুড়ে বিতর্কের ঝড় তুলেছিল। তখনই সিধু করতারপুর করিডোর খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন ইমরানকে।
সিধুর কথা রেখে ইমরান খান শিখ পুণ্যার্থীদের জন্য করতারপুর করিডোর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই উদ্বোধন অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছে সিধুকে। সিধুও আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন।