Saturday, July 27, 2024
দেশ

কর্ণাটকে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৩০

বেঙ্গালুরু: কর্ণাটকের মাণ্ড্য জেলার পাণ্ডবপুত্র তালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সোজা গিয়ে পড়ল পাশের ২০ ফুট গভীর খালে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর বারোটা নাগাদ ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃতদের অধিকাংশই স্কুলপড়ুয়া বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন বাসটি যাচ্ছিল কর্ণাটকের পাণ্ডবপুরা থেকে মান্ডিয়ায়। বারোটা নাগাদ কানাগামারাডি গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিশ্বেশ্বরিয়া খালে পড়ে যায়। কাবেরী নদীর এই খালটি বেশ গভীর। ফলে জলে পড়ার পরেই জলে তলিয়ে যায় বাসটি। বাসটি খালে পড়ার সময় বাঁ দিকে হেলে যায়। ফলে বাসের দরজা দিয়ে বেরোতে পারেননি যাত্রীরা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী সহ প্রশাসনের শীর্ষকর্তারা। মৃতদের পরিবারের লোকজনকে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে গভীর শোকপ্রকাশ করেছেন।