Friday, April 19, 2024
দেশ

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কলকাতা থেকে প্রতিদ্বন্দীতা করবেন নরেন্দ্র মোদী

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির ‘২০১৯ মিশন পশ্চিমবঙ্গ’ সফল করতে বিজেপির নতুন চমক। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদ্বন্দিতা করবেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, বর্তমানে জনপ্রিয়তায় তুঙ্গে থাকা নরেন্দ্র মোদী কলকাতা মহানগরের যেকোন জেলা ( আসন এখনও পর্যন্ত ঠিক হয়নি) থেকে প্রতিদ্বন্দিতা করবেন। সূত্রের দাবি, নরেন্দ্র মোদী ইতোমধ্যেই বিজেপির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের সাথে পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিজেপিতে যোগদানের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিবেশী চাঁরটি রাজ্যের মধ্যে তিনটি এখন এনডিএ বা বিজেপি শিবিরের দখলে। রাজ্য তিনটে হচ্ছে বিহার, অসম ও ঝাড়খন্ড। শুধুমাত্র বাকি রয়েছে পশ্চিমবঙ্গ ও ডেমোক্রেটিক ফ্রন্টের ওডিশা। তাই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি দল।

রাজনৈতিক মহলের মতে, মোদীর কলকাতা থেকে প্রতিদ্বন্দিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলা দখলে।

রাজনৈতিক মহলের অনেকই মনে করছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় সম্প্রীতি  ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলন কর্মসূচির ঘোষণা করেন। মাস্টারস্টোক মোদী সেটিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে হয়তবা মমতাকেই বাংলা ছাড়া করার জন্যে বারানসী থেকে পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্ধতা করতে আসছে।”