Friday, April 19, 2024
আন্তর্জাতিক

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ

ইসলামাবাদ, ২৮ জুলাই: পানামা মামলায় দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় পাকিস্থানের সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্ত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার কিছুক্ষণের পরেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন নওয়াজ শরিফ। এরপরে দেশজুড়ে শুরু জল্পনা তাহলে কে হবেন নতুন পাক প্রধানমন্ত্রী?

পাক সংবাদমাধ্যমের খবর, নওয়াজ শরিফের ইস্তফা দেওয়ার সাথে সাথে জরুরি বৈঠকে বসেন শাসকদল পাকিস্তান মুসলিম লিগ। সেখানেই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসাবে ঘোষনা করা হয় শাহবাজ শরিফের নাম। শাহবাজ শরিফ সম্পর্কে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ৷ তিনি পঞ্জাব প্রদেশের গভর্নর ছিলেন ছিলেন৷

উল্লেখ্য নওয়াজ শরিফকে সংবিধানের বাষট্টির এক ধারায় প্রধানমন্ত্রী পদের অযোগ্য বলে ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। তবে নওয়াজ শরিফের দল সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

নওয়াজ শরিফ পাকিস্তানের ১৮তম প্রধানমন্ত্রী ছিলেন। বিগত সত্তর বছরের ইতিহাসে তিনি সহ তাঁর আগের ১৭জন প্রধানমন্ত্রীর কেউই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি।