Wednesday, April 24, 2024
আন্তর্জাতিক

পাকিস্থানের প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করল দেশটির সর্বোচ্চ আদালত

পাকিস্থানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করল দেশটির সর্বোচ্চ আদালত।

2015 সালে ফাঁস হওয়া পানামা পেপার্সের তথ্য অনুযায়ী, নওয়াজের সন্তান মরিয়াম, হাসান ও হুসেইনের নামে কোটি কোটি টাকা দুনীর্তির অভিযোগ উঠে আছে। এরপরেই নওয়াজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে দুনীর্তির মামলা দায়ের করা হয় দেশটির সর্বোচ্চ আদালতে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় আজ শুক্রবার মামলায় রায় ঘোষণা করা হয়। মামলার শুনানীতে বলা হয়েছে নওয়াজ পাকিস্থানের কোন দপ্তর পরিচালনার জন্যে অযোগ্য। এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।