Tuesday, April 30, 2024
দেশ

সীমান্তবর্তী এলাকাগুলি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্কে পরিণত হয়েছে, সত্ত্বর অনুপ্রবেশকারী সমস্যার সমাধান হবে: মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটের প্রচারে এবার অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিহারের পূর্ণিয়ায় রঙ্গভূমি ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘পূর্ণিয়া সহ সীমাঞ্চল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে পরিণত হয়েছে।’

উল্লেখ্য, নেপালের সীমান্তবর্তী এলাকা পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, সুপৌল, বাংলাদেশ ও নেপাল সীমান্তের স্বল্প দূরবর্তী কিশনগঞ্জ এলাকাকে সীমাঞ্চল বলা হয়।

মোদী বলেন, ‘ভোটব্যাংকের রাজনীতিকারীরা এই এলাকাকে অনুপ্রবেশকারীদের ঠিকানায় পরিণত করেছেন। এতে করে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এর শিকার হচ্ছেন পিছিয়ে পড়া মানুষ। এই এলাকায় গরিবদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে সত্ত্বর অনুপ্রবেশকারী জনিত সমস্যার সমাধান হবে। ভোটে এনডিএ ৪০০ পাবে।’

পাশাপাশি, সিএএ প্রসঙ্গে মোদী বলেন, ‘যাঁরা রাজনৈতিক লাভের জন্য সিএএ-র বিরোধিতা করছেন, তাঁরা কান খুলে শুনে নিক, বর্তমানে মোদী আছেন। মোদী ভয় পান না, ঝুঁকবেন না।’