ভোটব্যাঙ্ক বাড়াতে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলার ভবিষ্যৎ নষ্ট করছে তৃণমূল: মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটের আগে অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূল সরকারকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রায়গঞ্জে নির্বাচনী প্রচার গিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের দিকে আঙুল তোলেন মোদী।
মোদী বলেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলার জনবিন্যাস বদলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ বাংলার যে সব ভাইবোন বিভাজনের শিকার, দেশভাগের শিকার, তাঁদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে তৃণমূল। অথচ, বাংলাদেশি-রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলার জনবিন্যাস এবং আইনশৃঙ্খলা নষ্ট করছে তৃণমূল। তৃণমূল নিজেদের ভোটব্যাঙ্ক বাড়াতে বাংলার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে।’
উল্লেখ্য, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য দেশজুড়ে সিএএ লাগু করেছে।
বিজেপির মতে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমরা শরণার্থী। তারা ভারতের নাগরিকত্ব পাবেন। অন্যদিকে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে অবৈধভাবে প্রবেশকারী অনুপ্রবেশকারী বলে উল্লেখ করা হচ্ছে। রোহিঙ্গাদেরকে শরণার্থী বলে গণ্য করা হবে না। রোহিঙ্গারাও অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবেন।