Sunday, October 13, 2024
দেশ

সারা জীবনে উপার্জিত ২০০ কোটির সম্পত্তি দান করে সন্ন্যাস গ্রহণ গুজরাটের দম্পতির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০০ কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন গুজরাটের এক ধনকুবের দম্পতি। গুজরাটের হিম্মতনগরের বাসিন্দা জৈন সম্প্রদায়ের ভবেশ ভান্ডারি ও তাঁর স্ত্রী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিজেদের সমস্ত সম্পত্তি দান করে দিয়েছেন। এখন তাঁরা মু্ক্তির সন্ধানে পরিব্রাজনে বের হয়েছেন।

ভবেশ ভান্ডারি পেশায় নির্মাণ ব্যবসায়ী ছিলেন। তাঁরা সন্ন্যাস গ্রহণের অনুপ্রেরণা পেয়েছেন তাঁদের সন্তানদের কাছ থেকে। দু’বছর আগে ভবেশ ভান্ডারির ১৯ বছর বয়সী ও ১৬ বছর বয়সী দুই ছেলে সন্ন্যাস গ্রহণ করেন। এবার সন্তানদের দেখানো পথে হাঁটলেন বাবা-মাও। জাগতিক মোহ মায়া ত্যাগ করে ভান্ডারি দম্পতি পা রাখতে চলেছেন সন্ন্যাস দুনিয়ায়। 

জানা গেছে, ২২ এপ্রিল দিক্ষা নেবেন ওই দম্পতি। পারিবারিক বন্ধন ছিন্ন করবেন। খালি পায়ে, সাদা পোশাক পরে, ভিক্ষাপাত্র এবং একটি সম্মার্জনী বা ঝাঁটা নিয়ে দেশভ্রমণ করবেন তাঁরা। 

উল্লেখ্য, ভান্ডারি দম্পতিই প্রথম নয়। এর আগে গত বছর গুজরাটের এক হীরা ব্যবসায়ী ও তাঁর স্ত্রী তাঁদের সমস্ত সম্পদ দান করে সন্ন্যাস গ্রহণ করেন।