Wednesday, April 24, 2024
আন্তর্জাতিক

মিয়ানমারে ড্রোন উড়িয়ে পার্লামেন্টের ছবি তুলতে গিয়ে ২ তুর্কি সংবাদিক গ্রেফতার

ইয়াঙ্গুন: মিয়ানমার পার্লামেন্টের কাছে ড্রোন উড়িয়ে ছবি তোলার সময় তুরস্কের দুই সংবাদকর্মীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এই দু’জন সাংবাদিক তুর্কী রেডিও এবং টেলিভিশন টিআরটির জন্যে কাজ করছিলেন। তাদের সাথে যারা দোভাষী ও চালক হিসেবে কাজ করছিলেন পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে।

রোহিঙ্গা সঙ্কটকে ঘিরে যখন তুরস্ক ও মিয়ানমারের মধ্যে উত্তেজনা বাড়ছে তখনই তাদেরকে গ্রেফতার করা হলো। গ্রেফতার হওয়া এই দু’জন সাংবাদিক টিআরটির জন্যে কাজ করলেও তারা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের। গ্রেফতারের পর রাজধানী নেপিড-এর একটি থানায় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ড্রোন উড়িয়ে পার্লামেন্টের ছবি তোলার চেষ্টা করছিলেন। পরে তাদের সাথে কাজ করছিলেন যে বর্মি দোভাষী তার বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে। তাকেসহ সাংবাদিকদের গাড়ির চালককেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযানের মুখে গত দু’মাসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। গতমাসেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যেভাবে সহিংসতা চালানো হচ্ছে সেটা গণহত্যার সমান। কিন্তু মিয়ানমার সরকার বলছে, তারা জঙ্গি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। তুর্কী ফাস্ট লেডি রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা দেখতে বাংলাদেশের কক্সবাজারেও ছুটে গিয়েছিলেন। সূত্র: বিবিসি