বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব অর্জন করলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। শুক্রবার (২৭ অক্টোবর) পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ার মূল্য ১৩ শতাংশ বৃদ্ধিতে তার মোট সম্পত্তির পরিমাণ ছাড়িয়ে যায় বিল গেটসের সম্পত্তির পরিমাণকে।

জেফ বেজোসের বর্তমান সম্পদের পরিমাণ ৯০ দশমিক ৭ বিলিয়ন ডলার। ২০০৩ সাল থেকে প্রায় ১৪ বছর শীর্ষ ধনীর তালিকায় থাকা বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ৮৬ বিলিয়ন ডলার।

এর আগে গত অাগস্টেও বিল গেটসকে একবার টপকে গিয়েছিলেন বেজোস। অ্যামাজন সংস্থায় বেজোসের ৮ কোটি শেয়ার রয়েছে। সম্প্রতি সংস্থার স্টক বেড়ে যাওয়ায় একদিনে ১ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়ে গিয়েছে বেজোসের। যার ফলে তার মোট সম্পদের পরিমাণ এখন ৯০ বিলিয়ন মার্কিন ডলার। ফলে এই মুহূর্তে তিনি বিল গেটসকে ছাপিয়ে গিয়েছেন।

বিবিসি জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে অ্যামাজানে পণ্য বিক্রি বেড়েছে ২৩ শতাংশ। যা ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের কাছাকাছি। জুন পর্যন্ত হিসাব পুরোপুরি প্রকাশিত হওয়ার আগেই ১৬ থেকে ২৪ শতাংশ বিক্রি বেড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

জেফ বেজোস ১৯৬৪ সালে মেক্সিকোর আলবার্কে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে জেফ বেজোসের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল অ্যামাজনের। শুরুতে অনলাইনে বই বিক্রি করত কোম্পানিটি। সেই অনলাইনের ব্যবসা বিস্তৃতি লাভ করে বর্তমান অবস্থানে এসেছে।

অন্যদিকে ৬১ বছর বয়সী বিল গেটস ২০০০ সালে মাইক্রোসফট প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন। এখন তিনি তার প্রতিষ্ঠিত ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ নিয়ে মানব কল্যাণের কাজে ব্যস্ত। এর মধ্যেও বাড়ছে তার সম্পদ। তবে এখন তিনি সম্পদ বাড়ানোর চাইতে অর্থের ব্যবহার করে মানব কল্যাণে বেশি মনযোগী।