Sunday, October 6, 2024
দেশ

‘সেনা জওয়ানরা শহিদ হচ্ছে, আর মুসলিমরা লিখছে ভালো হয়েছে’

নয়াদিল্লি: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় নিন্দায় সরব হয়েছে গোটা দেশ। জঙ্গি হামলার কড়া জবাব দিতে বদ্ধপরিকর ভারত, যার প্রথম পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে দেশ। খতম করা হয়েছে এই হামলার মাস্টারমাইন্ড জইশ কমান্ডার কামরান ও রশিদ গাজিকে। এবার পুলওয়ামা কাণ্ড নিয়ে মন্তব্য করে বিতর্কে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং।

সূত্রের খবর, এক জনসভায় তিনি বলেন, জওয়ানরা যেখানে শহিদ হচ্ছেন সেখানেই সোশ্যাল মিডিয়ায় সব মুসলিমরা ‘ভালো হয়েছে’ লিখছে। রাজা সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন, তিনি আমাদের ১০ মিনিটের জন্য ভারতীয় সেনাকে স্বাধীনতা দিলে আমরা সব জঙ্গিদের হত্যা করে দেব। বহিরাগত এবং দেশের মধ্যে সকল জঙ্গিদের হত্যা করা হবে।

এর পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে রাজা সিং যুদ্ধের কথাও বলেন। তিনি জানান, নবপ্রজন্ম যেন জিজ্ঞেস করতে পারে পাকিস্তান বলে কোনও দেশের অস্তিত্ব ছিল কি না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে জঙ্গি হামলায় সিআরপিএফের ৪০ জন সদস্য নিহত হন। আহত হয়েছেন অনেকে। বিস্ফোরণের দায় স্বীকার করেছে পাকিস্তানের মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ।