Saturday, April 20, 2024
দেশ

সাংবাদিক বৈঠক ডেকে স্বামীর থেকে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন স্কুলশিক্ষিকা শাজাদা খাতুন

লখনউ:  মুসলিম আইনে পুরুষ যেমন স্ত্রী-কে তালাক দিতে পারেন, তেমনি স্ত্রীও ‘খুলা’-র মাধ্যমে বৈবাহিক চুক্তি থেকে মুক্তি পেতে পারেন। তবে মুসলিম সমাজে মেয়েরা খুলা-র ব্যাপারটা সম্পর্কে ঠিক ভাবে জানেনই না।

গত শনিবার স্বামীর অত্যাচার থেকে মুক্তি পেতে স্কুলশিক্ষিকা শাজাদা খাতুন রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে স্বামীর থেকে ‘খুলা’ বা বিচ্ছেদের কথা ঘোষণা করলেন।

শাজাদা খাতুন বলেন, স্বামী জুবের আলির অত্যাচার থেকে মুক্তি পেতে অনেক দিন ধরেই বিচ্ছেদ চাইছিলেন তিনি। ধর্মগুরুদের মাধ্যমেই সেটি করতে চেয়েছিলেন। কিন্তু সফল হননি। তাই মুক্তি পেতে এই পথই বেছে নিলেন।

শুধু মৌখিক ঘোষণা নয়, সাংবাদিক বৈঠকে খুলা-র জন্য একটি চিঠিতে সই করে সংবাদমাধ্যমকে শাজাদা বলেন, ‘‘আমি সবার সামনে খুলা-য় সই করছি। এটা পাঠাচ্ছি আমার স্বামীকে। আমি এখন মুক্ত।’’

বিচ্ছেদের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে শাজাদাকে সাহায্য করেছেন মুসলিম উওম্যান লিগের সাধারণ সম্পাদিকা নইশ হাসান। তিনি জানিয়েছেন, স্বামীর অত্যাচার থেকে মুক্তি চাইছিলেন শাজাদা। ১৮ মাস ধরে আলাদাও থাকছিলেন। তার পরেই এই পদক্ষেপ।