Friday, April 19, 2024
দেশ

মানবতার খাতিরে রোহিঙ্গাদের তাড়াবেন না মমতা

মিয়ানমার থেকে উত্খাত হওয়া যেসব রোহিঙ্গা মুসলিম ভারতে ঢুকেছেন, তাদের ‘পুশব্যাক’ করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। রাজ্যগুলোকে এই নীতি মেনে চলতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু পশ্চিমবঙ্গে এই নির্দেশ মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

নবান্নের শীর্ষ মহলের সিদ্ধান্ত, উদ্বাস্তু রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে থাকতে চাইলে মানবিকতার খাতিরেই তাদের থাকতে দেওয়া হবে। কোনো অবস্থাতেই জোর করে তাদের ফেরত পাঠানো হবে না।

তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা রোহিঙ্গা ইস্যুতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, রোহিঙ্গারা মুসলিম বলেই ভারত সরকার কঠোর অবস্থান নিচ্ছে। কিন্তু কেন্দ্র অমানবিক হলেও আমরা তা হতে পারব না।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেশের মধ্যে সবচেয়ে মানবিক। একটা মানবিক সরকারের পক্ষে যা করা উচিত, আমরা সেটাই করছি।

তবে পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, যাঁর মাথায় মুসলিম তোষণ ছাড়া আর কিছু নেই, তিনি তো রোহিঙ্গাদের স্বাগত জানাবেনই। কিন্তু এর পরে যদি হাজার হাজার রোহিঙ্গা এ রাজ্যে ঢুকতে শুরু করে, মুখ্যমন্ত্রী সামলাতে পারবেন তো?

ভারতে এরই মধ্যে আশ্রয় নিয়েছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা। তাদের মধ্যে প্রায় ১০ হাজার জম্মু লাগোয়া এলাকায় রয়েছে। এ ছাড়াও ভারতের নানা জায়গায় এরা ছড়িয়ে পড়েছেন।