Friday, April 26, 2024
কলকাতা

টুইন টাওয়ার হামলার ১৬ বছর আজ

আজ সেই ভয়াল নাইন-ইলেভেন। ২০০১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে আছড়ে পড়েছিল দুটি বিমান। মুহূর্তেই ধসে পড়ে সুউচ্চ টাওয়ার দুটি। এতে তিন হাজারের বেশি মানুষ নিহত হন। আহত হন আরও কয়েক হাজার মানুষ। যাদের মধ্যে চারশ’র বেশি ছিলেন পুলিশ এবং অগ্নিনির্বাপণ কর্মী।

সকাল ৮:৪৫ মিনিটে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭ বিমানটি প্রায় বিশ হাজার গ্যালন জেট ফুয়েল নিয়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে ৮০তম তলায় বিমান আঘাত করে আঘাত করে।

১৮ মিনিটের মাথায় ইউনাইটেড এয়ারলাইন্সের আরেকটি বোয়িং ৭৬৭ বিমান সাউথ টাওয়ারের ৬০তম তলায় ঢুকে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণ হয়, ভবনের বিভিন্ন অংশ খণ্ড-বিখণ্ড হয়ে আশপাশের ভবনগুলোর ওপর ছড়িয়ে পড়ে।

নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার ১৬ বছর পূর্তি আজ। হামলার এতদিন পরেও ভয়াবহ এই সন্ত্রাসী হামলার আতঙ্ক এখন কাটেনি নিউইয়র্কবাসীর। অনেকে আবারও হামলার আশঙ্কা করছেন। আতঙ্কে আছেন আরেকটি নাইন-ইলেভেনের।