Monday, September 16, 2024
দেশ

উত্তরপ্রদেশ : মন্দিরে ঢুকে নামাজ পড়ার অভিযোগে গ্রেফতার মহিলা এবং তার মেয়ে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মন্দিরে ঢুকে নামাজ পড়ার অভিযোগে উত্তরপ্রদেশের (Uttarpradesh) বারেলিতে (Bareilly) এক মহিলা ও তার মেয়েকে আটক (detain) করা হয়েছে। শুক্রবার ৩৮ বছর বয়সী ওই মহিলা তার মেয়েকে নিয়ে বেরিলির একটি শিব মন্দিরে নামাজ পড়ছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। 

পুলিশ কেসারপুর গ্রামের প্রধানের স্বামী প্রেম সিংয়ের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে ওই মহিলা এবং তার মেয়েকে আটক করে। ওই এলাকার সার্কেল অফিসার (সিও) গৌরব সিং জানিয়েছেন, ওই মহিলা ও তার মেয়ে মন্দিরে নামাজ পড়েছিলেন বলে অভিযোগ। ধর্মগুরুর কথায় তারা এই কাজ করেছে বলে প্রাথমিক জেরায় তারা জানিয়েছেন।

গৌরব সিং বলেন, “আমরা নাজির (৩৮) নামে এক মহিলা এবং তার মেয়ে সাবিনাকে (১৯) ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার করেছি। অভিযুক্ত ধর্মগুরু চমন শাহ মিয়ানকেও আটক করেছি।”

পুলিশ ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে একটি এফআইআর দায়ের করেছে। এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে।