অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উদ্বোধন হতে চলেছে দিঘা জগন্নাথ মন্দির। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে ঘিরে যাতে কোনওরকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করতেই বুধবার নবান্নে এক জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে থাকছেন উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী সহ রাজ্যের একাধিক উচ্চপদস্থ আমলা। পাশাপাশি পুলিশ ও পরিবহণ দপ্তরের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে অংশ নেবেন।
ইসকনের হাতে দায়িত্ব, থাকবেন প্রতিনিধিরাও
দিঘার এই জগন্নাথ মন্দির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইসকন (ISKCON)-কে। তাই মন্দির উদ্বোধনের আগেই যাবতীয় দায়িত্ব ও ভূমিকা স্পষ্ট করতে এই বৈঠকে উপস্থিত থাকবেন ইসকনের প্রতিনিধিরাও। মন্দির উদ্বোধনের দিন এবং তার পরবর্তী সময়ে ইসকন কিভাবে পূজা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাবে, সেই বিষয়েও আলোচনা হবে।
পুরীর আদলে নির্মিত, হিডকো’র উদ্যোগ
পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই দিঘায় তৈরি হয়েছে এই ঐতিহাসিক মন্দিরটি। নির্মাণের দায়িত্বে ছিল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিডকো (HIDCO)। সূত্রের খবর, এই বৈঠকে হিডকোর আধিকারিকরাও উপস্থিত থাকবেন এবং নির্মাণ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট দেবেন।