Saturday, October 5, 2024
দেশ

নাচতে নাচতেই স্টেজে লুটিয়ে পড়ে কিশোরীর মৃত্যু, ভাইরাল ভিডিও

মুম্বাই: মুম্বাইয়ের কান্দিবলি এলাকায় এক নৃত্য অনুষ্ঠানের মঞ্চে নাচতে নাচতেই মৃত্যু হল ১২ বছরের এক কিশোরীর। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মৃত ওই কিশোরীর নাম অনিশা শর্মা। কান্দিবলি এলাকায় ওই নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছিল বিজেপি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, গত ২৩ নভেম্বর থেকেই কান্দিভালির পশ্চিম লালজি পাড়ায় নানা রকম সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল বিজেপি। সেখানেই মঞ্চে উঠে নাচ শুরু করার কিছুক্ষনের মধ্যেই সংজ্ঞা হারিয়ে মঞ্চে পড়ে যায় অনিশা শর্মা নামে ১২ বছরের ওই কিশোরী। সঙ্গে সঙ্গে উদ্যোক্তারা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত অনিশা পশ্চিম কান্দিবলিতে বাসিন্দা। সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশের তরফ থেকে মৃত্যুর কারণ সম্বন্ধে এখনই কিছু জানানো হয়নি। পুলিশের তরফে বলা হয়েছে, একমাত্র ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব। এছাড়াও প্রতিযোগিতার কারণে বালিকাটি কোনওরকম মানসিক চাপের মধ্যে ছিল কিনা, তা জানতেও চেষ্টা করছে পুলিশ।