Thursday, April 25, 2024
দেশ

ফোর্বস সাময়িকীর তালিকায় ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি

যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস সাময়িকী প্রতিবছরের মতো ২০১৭ সালে ভারতের শীর্ষ ১০০ ধনীর তালিকা প্রকাশ করেছে। তালিকায় ভারতের শীর্ষ ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। এ নিয়ে টানা ১০ বারের মতো তালিকার শীর্ষস্থানে অবস্থান করছেন মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ২ লাখ ৫০ হাজার কোটি টাকা (৩৮ বিলিয়ন ডলার)।

দ্বিতীয় স্থানে আছেন তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান ইউপ্রোর কর্ণধার আজিম প্রেমজি। তাঁর সম্পদের পরিমাণ ১ হাজার ৯০০ কোটি ডলার (১৯ বিলিয়ন)। গতবারের চেয়ে দুই ধাপ এগিয়ে এসেছেন তিনি। গত বছর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সান ফার্মার দিলীপ সাংভি এবার পিছিয়ে এবার নবম অবস্থানে আছেন। তাঁর সম্পদের পরিমাণ ১২ দশমিক ১ বিলিয়ন ডলার। এবার তৃতীয় অবস্থানে আছেন হিন্দুজা ব্রাদার্স। তাঁদের সম্পদের পরিমাণ ১৮ দশমিক ৪ বিলিয়ন ডলার।

১৬ দশমিক ৫ বিলিয়ন সম্পদ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে আছেন লক্ষ্মী মিত্তাল। আর আইরিশ ইন্ডিয়ান কনস্ট্রাকশনের কর্ণধার পালোনজি মিস্ত্রি তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলার।

গত বছর তালিকায় ৪৮ তম স্থানে থাকা যোগগুরু রামদেবের ঘনিষ্ঠ পতঞ্জলি আয়ুর্বেদের আচার্য বালকৃষ্ণ এ বছরের তালিকায় ১৯ তম স্থানে উঠে এসেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪৩,০০০ কোটি টাকা (৬.৫৫ বিলিয়ন ডলার)।

মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির অবস্থান ৪৫ নম্বরে। তাঁর বর্তমান সম্পদমূল্য ৩ দশমিক ১৫ বিলিয়ন ডলার। গত বছর তাঁর অবস্থান ছিল ৩২ নম্বরে।

ফোর্বসের তালিকায় নতুন করে জায়গা পেয়েছেন ভারতীয় পাঁচ ধনকুবের। কুকিজ ও এয়ারলাইন ব্যবসায়ী নুসলি ওয়াদিয়া তালিকায় ২৫তম স্থানে আছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। ১ দশমিক ৭২ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে দিনেশ নন্দওয়ানা তালিকায় ৮৮তম স্থানে আছেন। মোবাইল ওয়ালেট পেটিএমের বিজয় শেখর শর্মা তালিকায় ৯৯তম স্থানে রয়েছেন। তাঁর বর্তমান সম্পদমূল্য ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। ইয়েস ব্যাংকের রানা কাপুরের অবস্থান ১০০ নম্বরে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।