Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন ব্রিটিশ ঔপন্যাসিক কাজুও ইশিগুরো

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ ঔপন্যাসিক কাজুও ইশিগুরো। রয়্যাল সুইডিশ একাডেমি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় সাহিত্যে ২০১৭ সালের বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে। নিয়ম অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কারের ৯০ লাখ ক্রোনার৷

ইশিগুরো ১৯৫৪ সালে জাপানের নাগাসাকি শহরে জন্মগ্রহণ করেন। জাপানে পরমাণু হামলার নয় বছর পরে। মাত্র পাঁচ বছর বয়সে ইশিগুরো পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যে৷

১৯৭০ সালে ইউনিভার্সিটি অব কেন্ট থেকে ইংরেজি ও দর্শনে স্নাতক হওয়ার পর তিনি ইউনিভার্সিটি অব এঙ্গেলিয়াতে সৃজনশীল সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর প্রথম উপন্যাস ‘আ পেইল ভিউ অফ হিলস’৷ অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস ‘নেভার লেট মি গো’, ‘অ্যান আর্টিস্ট অফ দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড’, ‘দ্য আন্‌কন্‌সোল্ড’, ‘ওয়েন উই ওয়ের অর্‌ফ্যান্স্‌’, ‘নেভার লেট মি গো’ ৷ দ্য রিমেইন্স অফ্‌ দ্য ডে তাঁর অন্যতম জনপ্রিয় উপন্যাস, যার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রও৷ ১৯৮৯ সালে ‘দ্য রিমেইন্স অব দ্য ডে’ উপন্যাসের জন্য ইশিগুরো ম্যান বুকার পুরস্কারে ভূষিত হন।