Thursday, September 19, 2024
কলকাতা

‘প্রথমে আত্মহত্যা বলা হলো কার নির্দেশে? যে হাসপাতালে এমন ঘটনা ঘটেছে, সেখানেই কেন ময়নাতদন্ত করা হয়েছে?’, প্রশ্ন তুললেন অপর্ণা সেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে গেটের বাইরে তুমুল বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী অপর্ণা সেন। বিক্ষোভকারীরা অপর্ণাকে গাড়ি থেকে নামা মাত্রই একযোগে ‘চটিচাটা’ বলে স্লোগান দিতে থাকেন। প্রশ্ন করতে থাকেন, ‘এতদিন কোথায় ছিলেন উনি?’ ‘চটিচাটা বুদ্ধিজীবীরা দূর হটো’ বলেও আক্রমণাত্মক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

এদিকে, আরজি কর কান্ডে অপর্ণা সেন বলেন, ‘কলকাতাবাসী হয়ে লজ্জিত। অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন প্রথমে আত্মহত্যা বলা হলো? কার নির্দেশে? পুলিশ কেন তক্ষুনি ময়নাতদন্তে ব্যস্ত হয়ে উঠলো? যে হাসপাতালে এমন ঘটনা ঘটেছে, সেখানেই কেন ময়নাতদন্ত করা হয়েছে? সমস্ত প্রশ্নের জবাব চাই। পুলিশের ভূমিকার তদন্ত হোক।’