Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

ব্যস্ততার কারণে প্রেম করতে পারছেন না জাপানী তরুণীরা

টোকিও: জাপানী তরুণীদের জীবনে প্রেম নেই। তাদের প্রায় ৬০ শতাংশ তরুণী তীব্র কাজের চাপে প্রেম করতে পারছেন না। বর্তমানে জাপানে পুরুষদের মতো নারীরও একই ধরনের কাজের চাপ থাকে। ক্রমবর্ধমান এই কাজের চাপে অতিরিক্ত ক্লান্তির কারণে নারীরা অবসর সময়ে সোফায় শুয়ে থাকে কিংবা সিরিয়াল দেখে। ক্লান্ত শরীরে জাপানী নারীদের আর প্রেম করতে কিংবা ডেটিংয়ে যাওয়ার মতো শারীরিক ও মানসিক অবস্থা থাকে না।

অনলাইন ভিত্তিক প্রেমের পরামর্শ প্রদানকারী সংস্থা কোকোলোনি ডট জেপির করা জরিপ অনুযায়ী, প্রচণ্ড কাজের চাপে ডেটিংয়ের সময় প্রতি চার জনে একজন নারী ঘুমিয়ে পড়েন।

অপর অনলাইন ডেটিং সাইট লাভলি মিডিয়া জানিয়েছে, ক্রমবর্ধমান হারে নারীরা ডেটিং বর্জন করছেন। কারণ তারা মনে করছেন যে এটা ‘সময়ের অপচয় মাত্র’। এর পরিবর্তে সন্তানের মা হওয়াটাকেই তারা তাদের লক্ষ্য নির্ধারণ করেছেন। আর এজন্য ঘটকের মাধ্যমে তারা নিজেদের জন্য একজন আদর্শ স্বামী খুঁজছেন।