Thursday, September 19, 2024
খেলা

ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, গ্যালারি থেকে আওয়াজ ওঠে, ‘আমাদের বোনের বিচার চাই!’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার পেনাল্টি শুটআউটে রুদ্ধশ্বাস জয় পেল মোহনবাগান। সেমিফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান। এদিন ম্যাচের নির্ধারিত সময়ে 2-2 এ ড্র হয়। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টিতে। পেনাল্টি শুটআউটে 4-3 গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান।

এদিকে, এদিনও গ্যালারি উত্তাল হয়ে ওঠে আরজি কর কান্ডের বিচার চেয়ে। মোহনবাগান গ্যালারি থেকে আওয়াজ ওঠে, ‘হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই!’