Wednesday, April 24, 2024
খেলা

তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে হেনস্তার শিকার কাইফ

দিল্লি: ভারতের সর্বোচ্চ আদালত মঙ্গলবার এক রায়ে তিন তালাক প্রথাকে অসাংবিধানিক বলে রায় দেয়। তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে স্বাগত জানান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। এজন্যে সোশ্যাল মিডিয়ায় আবারও হেনস্তার শিকার হতে হয় তাঁকে।

তিন তালাক প্রসঙ্গে তিনি টুইটার বার্তায় বলেন, তিন তালাক প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। এই রায়ে মুসলিম নারীরা নিরাপত্তা পাবেন। লিঙ্গ সংক্রান্ত ন্যায়বিচার অত্যন্ত জরুরি।

এর আগেও সোশ্যাল মিডিয়ায় হেনস্তার শিকার হোন কাইফ। ছেলের সূর্য নমস্কারের ছবি আপলোড করে মৌলবাদীদের সমালোচনার মুখে পড়েন তিনি। ছেলের সঙ্গে দাবা খেলার ছবি আপলোড করেও ধর্মীয় উগ্রবাদীদের সমালোচনার শিকার হয়েছিলেন তিনি।