Saturday, April 20, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 23 আগস্ট

ফিরে দেখা 23 আগস্ট

1328- ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন।

1617- লন্ডনে প্রথম ওয়ানওয়ে রাস্তা চালু হয়।

1770- দার্শনিক হেগেলে জন্মগ্রহন করেন।

1773- জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইস জন্মগ্রহন করেন।

1799- নেপোলিয়ন বোনাপার্ট মিসর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করেন।

নেপোলিয়ন

1821- মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।

1825- বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।

1833- ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। ফলে ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়।

1839- ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়।

1898- কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহন করেন।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

1914- জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

1923- ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী এডগার কড জন্মগ্রহন করেন।

এডগার কড

1942- স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।

1986- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মস্কো ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়।

1987- কবি, সাংবাদিক সমর সেন মৃত্যুবরণ করেন।

সমর সেন