Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় আহত ৪২

যুক্তরাষ্ট্রের পুর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া রাজ্যের আপার ডারবি শহরে মঙ্গলবার ট্রেন দুর্ঘটনায় ৪২ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১৫ নাগাদ এ দুর্ঘটনা ঘটে। খবর ইউ এস এ টুডে।

পেনসিলভানিয়া পরিবহন কর্তৃপক্ষের মুখপাত্র হিদার রেডফার্ন জানান, শহরের ৬৯তম স্ট্রিট টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে অপর একটি দ্রুতগামী ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, আহত ৪২ জনের মধ্যে ট্রেনটির চালকও রয়েছেন। তবে আহতদের সকলে শঙ্কামুক্ত বলে তিনি জানান।

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।