Thursday, December 12, 2024
দেশ

আরও ১০০টি ‘মেড ইন ইন্ডিয়া’ যুদ্ধবিমান কিনছে ভারতীয় বায়ুসেনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের শক্তি বাড়ছে ভারতীয় বায়ুসেনার। এবার ১০০টি ‘মেড ইন ইন্ডিয়া’ যুদ্ধবিমান কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা। এটি দেশের ‘আত্মনির্ভর ভারত’ মিশনকে এগিয়ে নিয়ে যাবে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) থেকে এই বিমানগুলো কেনা হবে।

জানা গেছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান এমকে-১এ কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা। এই দফায় ৯০ থেকে ১০০টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা হয়েছে। 

উল্লেখ্য, ২ বছর আগেই ৪৮ হাজার কোটি টাকায় ৮৩টি এমকে-১এ যুদ্ধবিমান কিনেছিল বায়ুসেনা। এবার আরও যুদ্ধবিমান কিনতে চলেছে বায়ুসেনা। 

জানা গেছে, এমকে-১এ যুদ্ধবিমানের প্রথম ফ্লিট ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হাতে পাবে বায়ুসেনা। ২০২৯ সালের সবগুলো এমকে-১এ যুদ্ধবিমান বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে। 

এমকে-১এ যুদ্ধবিমানগুলি সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা হবে। এতে থাকবে ডিজিটাল রাডার ওয়ার্নিং ব্যবস্থা, অত্যাধুনিক ‘বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ’ মিসাইল।