Saturday, July 27, 2024
দেশ

‘মশা, ম্যালেরিয়া বা করোনার মতো সনাতন ধর্মকে নির্মূল করতে হবে’, মন্তব্য মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পুত্র উদয়নিধির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তালিমনাড়ু ডিএমকে সরকারের মন্ত্রী তথা সেরাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিন। উদয়নিধি বলেন, ‘মশা, ম্যালেরিয়া বা করোনার মতো সনাতন ধর্মকে নির্মূল করতে হবে। শুধু সনাতন ধর্মের বিরোধিতা করলেই হবে না, এটিকে নির্মূল করতে হবে।’

শনিবার চেন্নাইতে একটি সম্মেলনে তামিলনাড়ু সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী উদয়নিধি বলেন, “কিছু জিনিসের বিরোধিতা করা যায় না। সেগুলিকে নির্মূল করতে হয়। আমরা ডেঙ্গির বিরোধিতা করতে পারি না, মশা, ম্যালেরিয়া বা করোনা আমাদের নির্মূল করতে হবে, একইভাবে সনাতন ধর্মকে নির্মূল করতে হবে। শুধু সনাতনের বিরোধিতা করলেই হবে না, এটিকে নির্মূল করতে হবে।”

উদয়নিধির এহেন মন্তব্যে তীব্র বিতর্ক ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা উদয়নিধিকে এহেন মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ২৮টি দল নিয়ে গঠিত হয়েছে ইন্ডিয়া জোট। সেই জোটে রয়েছে ডিএমকে।