সনাতম ধর্ম নিয়ে চরম বিতর্কিত মন্তব্য, INDIA জোটের সঙ্গী ডিএমকের মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তামিলনাড়ুর ডিএমকে সরকারের মন্ত্রী তথা সেরাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। সুপ্রিম কোর্টের এক আইনজীবী দিল্লি পুলিশের কাছে মামলা দায়ের করেছেন।
চেন্নাইয়ে সনাতন-বিরোধী আলোচনাচক্র অনুষ্ঠানে উদয়নিধি বলেন, ‘কয়েকটি বিষয়ের বিরোধিতা করা যায় না। সেগুলিকে নির্মূল করতে হয়। আমরা ডেঙ্গি, মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। সেগুলিকে নির্মূল করতে হবে। ঠিক তেমনি আমাদের সনাতন ধর্মকে নির্মূল করতে হবে।’
মুখ্যমন্ত্রী পুত্রের এহেন মন্তব্যে তীব্র বিতর্ক ছড়িয়েছে। নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন।
দিল্লি পুলিশের কাছে মামলা দায়েরকারী আইনজীবী বিনীত জিন্দাল বলেছেন, ‘একজন হিন্দু হিসেবে উদয়নিধির বক্তব্য আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তিনি সনাতন ধর্মকে নির্মূল করার কথা বলেছেন। সনাতন ধর্মকে ডেঙ্গি, ম্যালেরিয়া, করোনার সঙ্গে তুলনা করেছেন।’
উদয়নিধির বিরুদ্ধে বিনীত জিন্দাল এফআইআর দায়ের এবং ১৫৩ এ, বি এবং ২৯৫ এ, ২৯৮, ৫০৫ ধারায় মামলা দায়ের করেছেন।