Saturday, July 27, 2024
দেশ

পুরস্কার পেল মুরগির বাচ্চাকে হাসপাতালে নেওয়া ডেরেক

আইজল: ১০ টাকা হাতে একটি মুরগির বাচ্চাকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যাওয়া ভাইরাল ছয় বছরের শিশুটিকে পুরস্কৃত করা হয়েছে। শিশু ডেরেক সি লালচানহিমা যে স্কুলে পড়ে সেই স্কুল কর্তৃপক্ষ তাকে পুরস্কৃত করেছে।

শিশুটির এমন মানবিক কাজের জন্য তাকে দেওয়া হয়েছে একটি প্রশংসাপত্র। যাতে লেখা ‘ওয়ার্ড অফ অ্যাপ্রিশিয়েসন’। প্রশংসাপত্র হাতে শিশুটির ছবি বৃহস্পতিবার ভাইরাল হয়।

ছয় বছর বয়সী শিশু ডেরেক সি লালচানহিমা নিজের সাইকেলে মুরগির একটি বাচ্চাকে চাপা দেয়। তবে ঘটনার পর সে পালিয়ে যায়নি বরং মুরগির বাচ্চাটিকে বাঁচাতে হাসপাতালে ছুটে যায়। তখন তার এক হাতে ছিল মুরগির বাচ্চা আর অন্য হাতে ১০ টাকা। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মিজোরামের সাইরাং এলাকায় ঘটনাটি ঘটে। সাংগা সেইস নামের একটি আইডি থেকে ছবিটি ফেসবুকে শেয়ার করা হয়। ফেসবুকে ছবিটি পোস্ট করা মাত্রই এক লাখ ২৪ হাজার লাইক পড়ে। মন্তব্য করেন ১১ হাজার ব্যক্তি। আর ছবিটি শেয়ার হয় ৮৭ হাজার।