রাহুলের রোড শো-তে মুসলিম লিগের পতাকা, এই ভারত চায় কংগ্রেস? প্রশ্ন বিজেপির
নয়াদিল্লি: বৃহস্পতিবার কেরলের ওয়ানাদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে এদিন সকালে জেলা প্রশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন রাহুল। এদিনই বোন প্রিয়ঙ্কাকে নিয়ে একটি বিশাল রোড শো করেন রাহুল। সেই রোড শো-তে দেখা গিয়েছে মুসলিম লিগের পতাকা। এনিয়েই কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ টুইট করে বলেছেন, মুসলিম লিগ এক ধরনের মারাত্মক ভাইরাস। এর সংক্রমণ একবার হলে কেউ বাঁচে না। দেশের অন্যতম বিরোধী দল কংগ্রেস এখন এই ভাইরাসে আক্রান্ত। ভেবে দেখুন একবার এরা জিতলে কী হবে দেশটার। গোটা দেশেই তা ছড়িয়ে পড়বে।
Muslim League is a virus and Congress is infested with it: Yogi Adityanath
Read @ANI story | https://t.co/ttyXjgMU7t pic.twitter.com/ivyDKVYHhm
— ANI Digital (@ani_digital) 5 April 2019
রাহুলের প্রচারের ভিডিও টুইট করে বিজেপি নেতা গিরিরাজ সিং লিখেছেন, এটাই রাহুল গান্ধীর নতুন ভারত।
ये है राहुल गांधी का नया भारत । pic.twitter.com/L3ADvs05V4
— Chowkidar Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) 4 April 2019
বিজেপির প্রযুক্তি সেলের প্রধান অমিত মালবীয়র টুইট, ভারতকে বার্তা দিলেন রাহুল গান্ধী। এবার দেখার কি জবাব দেয় ভারত?
This is the message from Rahul Gandhi to India. How will India respond? pic.twitter.com/3DRhubmVQk
— Chowkidar Amit Malviya (@amitmalviya) 5 April 2019