বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ২০০তম ম্যাচ খেলার রেকর্ড মিতালির
মুম্বাই: প্রথম নারী ক্রিকেট খেলোয়াড় হিসেবে ওয়ানডে ফরম্যাটে ২০০টি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়লেন মিতালি রাজ। শুক্রবার হ্যামিল্টনে নিউজিল্যান্ডের সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নেমেই এই বিশ্ব রেকর্ড গড়েন মিতালি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত ২৬৩টি ম্যাচ খেলেছে ভারত। এরমধ্যে মিতালিই খেলেছেন ২০০টি ম্যাচে।
মেয়েদের ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০টি ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ৩৬ বছর বয়সী মিতালি দোরাই রাজ। ১৯৯৯ সালের ২৫ জুন মিতালির অভিষেক থেকে ভারত ওয়ানডে খেলেছে ২১৩টি, এর মধ্যে মাত্র ১৩টিতে শুধু মিতালি একাদশে ছিলেন না।
? 200 ODIS FOR MITHALI RAJ ?
The India legend has added another feather to her cap during the third #NZvIND ODI at Seddon Park.
We take a look back through her landmark innings ?https://t.co/PPLzYhxwCx pic.twitter.com/2BayMT5wZh
— ICC (@ICC) 1 February 2019
যোধপুরের একটি তামিল পরিবারে ১৯৮২ সালে ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মিতালি রাজ। ১৯৯৯ সালের ২৬ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে জার্সিতে অভিষিক্ত হন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে অভিষেকেই সেঞ্চুরি (অপরাজিত ১১৪) করেছিলেন মিতালি। মেয়েদের মধ্যে এটি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড।
১৯ বছরের ক্যারিয়ারে মিতালি নিজেকে স্থাপন করেছেন অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। ওয়ানডে ক্যারিয়ারে মিতালি ২০০ ম্যাচের ১৮০ ইনিংসে ব্যাট করার সুয়োগ পেয়ে ৬৬২২ রান সংগ্রহ করেছেন। তাই ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি তাঁর দখলে।