Sunday, September 15, 2024
দেশ

বাংলায় ‘তৃণমূল তোলাবাজি ট্যাক্স’ চলছে: মোদী

দুর্গাপুর: এবার ট্রিপল টি ট্যাক্সের নামে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুর্গাপুরের সভায় তিনি বলেন, পশ্চিমবঙ্গের সব জায়গায় ট্রিপল টি ট্যাক্স চলছে। ট্রিপল টি ট্যাক্স জানেন তো? তৃণমূল তোলাবাজি ট্যাক্স। রাজ্যের স্কুলের বাচ্চাদেরও যে ট্যাক্সের মাশুল দিতে হয়। কলেজে ভর্তি হওয়া থেকে স্কুলের শিক্ষকতা, সব জায়গায় এই ট্যাক্স লাগে। বাংলার অনেক স্কুলে শিক্ষক নেই। কারণ ট্রিপল টি ট্যাক্স দিতে না পেরে অনেক শিক্ষক স্কুলে চাকরি না করে কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছে।

তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর আশ্বাস, জগাই, মাধাই, সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর মুখে নতুন এই ট্যাক্সের কথা শুনে জনতার উন্মাদনা বেড়ে যায়৷ শুরু হয় ‘মোদী মোদী’ স্লোগান। পাশাপাশি এদিন সিবিআইয়ের বিরুদ্ধে মমতার অবস্থান নিয়েও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তদন্তকারী এজেন্সিদের বাংলায় ঢুকতে দিতে চাইছেন না। দিদি, কোনও ভুল না করলে এত ভয় কীসের। আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম তখন সিবিআই ঘণ্টার পর ঘণ্টা আমায় জেরা করেছিল।

কংগ্রেস সরকার বার বার সিবিআইকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। তবে আমি তো তখন সিবিআইকে আটকাইনি, অপমানও করিনি। কারণ আমি জানতাম আমি সৎ। আদাজল খেয়ে এঁরা আমায় অভিশাপ দিচ্ছেন কারণ আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যে এলেও দিদি ভয় পান। কখনও হেলিকপ্টার নামতে দেন না, কখনও রথযাত্রা বন্ধ করে দেন। দিদির এই খেলা বেশিদিন চলবে না।

প্রধানমন্ত্রী বলেন, বাংলা থেকে যেকোনও মূল্যে তৃণমূলকে দূর করতে হবে। নতুন করে সাজিয়ে তুলতে হবে রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের বাংলাকে।