স্থানীয় নেত্রীকে মঞ্চ থেকে লাথি মেরে ফেলে দিলেন তৃণমূল নেতা
ঘুটিয়ারি শরিফ: প্রকাশ্য জনসভায় তৃণমূল নেত্রী তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষকে লাথি মারলেন স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী ও স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডলের সামনেই কার্যত ঘটল এই ঘটনা। শনিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরিফে তৃণমূলের ডাকা একটি প্রতিবাদসভায় এই ঘটনা ঘটে।
স্থানীয় নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সরদার স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেত্রী রহিমা লস্কর ওরফে বেবিকে লাথি মেরে মঞ্চ থেকে নামিয়ে দেন। প্রকাশ্য জনসভায় এই ঘটনায় কার্যত এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন।
গত ২৮ জানুয়ারি এই এলাকায় আসগর লস্কর নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনায় নাম জড়ায় এই তৃণমূল নেত্রী রহিমা লস্করের অনুগামী ফড়িং ওরফে আলি হাসান লস্করের। এই ঘটনার প্রতিবাদেই এদিন বিকালে সেখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই স্থানীয় নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার ওই মহিলা রহিমা লস্করকে একাধিক লাথি মেরে মঞ্চ থেকে নামিয়ে দেয়।
এদিনের প্রতিবাদ সভায় স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা চলাকালীন যখন শ্যামল মণ্ডল বক্তব্য রাখছিলেন তখন রহিমা মঞ্চে উঠতে যান। ঠিক সেই সময় মঞ্চ থেকে সালাউদ্দিন সরদার রহিমা লস্করকে লাথি মেরে ফেলে দেন। কার্যত মঞ্চের সিঁড়ি থেকে মাটিতে লুটিয়ে পড়েন রহিমা। এই ঘটনায় সেই সভায় উপস্থিত রহিমার অনুগামীরা উত্তেজিত হয়ে ওঠেন। জীবনতলা থানার পুলিশ তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেয়।