Saturday, April 27, 2024
দেশ

ঝালদায় ৫০টি সরস্বতী মূর্তি ভাঙল দুষ্কৃতীরা

ঝালদা, ১৪ জানুয়ারি: এবার সরস্বতী মূর্তি ভাঙার অভিযোগ উঠল ঝালদায়। প্রায় ৫০টি মূর্তি ভাঙা হয়েছে। শনিবার রাতে ঝালদায় ঘটনাটি ঘটে। এর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ক্ষুব্ধ হিন্দু ধর্মের মানুষ। তাদের অভিযোগ ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতে এই কাজ করেছে দুষ্কৃতীরা। ঝালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা যায়, প্রায় একমাস ধরে ঝালদা সর্বজনীন দুর্গামন্দিরে সরস্বতীর মূর্তি তৈরি করছেন যাদু সূত্রধর ও মধু সূত্রধর নামে দুই শিল্পী। গতরাতে কে বা কারা সেখানকার প্রায় ৫০টি মূর্তি ভেঙে দেন। ঘটনাটি নিয়ে ঝালদা থানায় অভিযোগ দায়ের করা হয়।

এক শিল্পী বলেন, “ধার নিয়ে মূর্তি বানাচ্ছি। এরপর কী করে ধার শোধ করব? হাতে আর সময় নেই। কে ক্ষতিপূরণ দেবে?”