Friday, March 29, 2024
আন্তর্জাতিক

প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে খেলা দেখলেন সৌদি নারীরা

সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ দেখল সৌদি আরবের নারীরা। শুক্রবার রাত ১১টায় সৌদি প্রিমিয়ার লিগের আল আহলি বনাম আল বাতিনের মধ্যকার ম্যাচটি জেদ্দার রেড সি শহরের স্টেডিয়ামে গিয়ে উপভোগ করে তারা। সৌদি আরবের মতো অতিরক্ষণশীল দেশের ইতিহাসে এটিকে বৈপ্লবিক ঘটনা বলে উল্লেখ করেছে বিশ্ব গণমাধ্যম।

এর আগে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে প্রথমবারের গাড়ি চালানোর অনুমতি পায় সৌদি নারীরা। পরবর্তীতে দেশটির স্পোর্টস ফেডারেশনে নিয়োগ দেয়া হয় একজন নারী প্রেসিডেন্টকে। তবে সবকিছু ছাপিয়ে গেছে মাঠে গিয়ে নারীদের ফুটবল ম্যাচ দেখার এ ঘটনা।

নারীদের ফুটবল ম্যাচ দেখার অনুমতিতে উচ্ছ্বসিত ৩২ বছর বয়সী ফুটবলভক্ত লামিয়া খালেদ নাসের বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ আয়োজনটি প্রমাণ করে আমরা সমৃদ্ধ ভবিষ্যতের দিয়ে এগিয়ে যাচ্ছি। দারুণ এ পরিবর্তনের সাক্ষী হতে পেরে আমি গর্বিত।’