Saturday, July 27, 2024
খেলা

টোকিও অলিম্পিকে প্রথম পদক জয় ভারতের, রুপো জিতলেন মীরাবাঈ চানু

টোকিও: শনিবার টোকিও অলিম্পিক গেমসের প্রথম দিন। আর প্রথমদিনেই পদক জিতল ভারত। এদিন মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন ক্যাটেগরিতে রুপো জিতলেন মীরাবাঈ চানু। প্রথমে ৮৪ কেজি, দ্বিতীয়বার ৮৭ কেজি তোলেন। তবে ৮৯ কেজি তুলতে ব্যর্থ হন তিনি।

এদিকে, চিনের হোউ জিহুই ৯৪ কেজি ওজন তোলেন। শেষ পর্যন্ত ১১৫ কেজি ওজন তোলেন মীরা। ক্লিন অ্যান্ড জার্কে ১১৭ কেজি তুলতে ব্যর্থ হন তিনি। সব মিলিয়ে ২০২ কেজি ওজন তোলেন মীরা এবং রূপো জেতেন। সব মিলিয়ে ২১০ কেজি ওজন তুলে সোনা জেতেন চিনের হোউ জিহুই। মোট ১৯৪ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার উইন্ডি আইসা।

মীরাবাঈ চানু

এই স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড গড়েন চিনের হোউ। স্ন্যাচে ৯৪ কেজি ওজন তোলেন এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি তোলেন চিনের ভারত্তোলক। মোট ২১০ কেজি ওজন তুলে সোনা জেতেন জিহুই। যা রীতিমতো অলিম্পিক রেকর্ড।

মীরাবাঈ চানুর হাত ধরে এবারের অলিম্পিকে প্রথম পদক জিতল ভারত। এর আগে ২০০০ সালের সিডনি অলিম্পিকে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। অর্থাৎ, ভারত্তোলন বিভাগে ভারতের হয়ে দ্বিতীয় পদক জিতলেন মীরা। ২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হন মীরাবাঈ। কমনওয়েলথ, এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকেও পদক জিতেছেন তিনি।