Thursday, December 12, 2024
রাজ্য​

কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর রুমানা সুলতানা

কলকাতা: করোনা পরিস্থিতির জেরে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশিত হয়েছে। যাতে এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন রুমানা সুলতানা। ৫০০ এর মধ্যে ৪৯৯ পেয়েছে সে। সেই তাকেই কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল রাজ্য সরকার।

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে সংবর্ধনাও দেওয়া হয়েছে রুমানাকে। সেখানেই মুর্শিদাবাদের জেলাশাসকের ঘোষণা, উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করছেন রুমানা, তাই তাঁকে কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হচ্ছে। জানা গেছে, ছাত্রীদের উৎসাহ আরও বাড়াতে রুমানাকে কন্য়াশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হচ্ছে। আগামী দিনে কন্যাশ্রীর বিভিন্ন প্রচারমূলক কর্মসূচিতে রুমানাকে দেখা যাবে।

মুর্শিদাবাদের জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বললেন, এটা অত্যন্ত গর্বের বিষয়। কন্যাশ্রী প্রকল্পের আওতায় এক ছাত্রী প্রথম স্থান অধিকার করেছেন। আমরা রাজ্যের সমস্ত ছাত্রীদের কাছে কন্যাশ্রী প্রকল্প পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব, রুমানার কৃতিত্বকে কাজে লাগিয়ে পড়াশোনার প্রতি মেয়েদের আরও অনুপ্রাণিত করতে।

রুমানা বলেন, অত্যন্ত গর্ব অনুভব করছি। আমি চাই আমার এই সাফল্যে জেলার অন্য ছাত্রীরাও উৎসাহ পাক। উল্লেখ্য, বিকল্প পদ্ধতিতে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন হওয়ার অনেকেই রুমানার কৃতিত্বকে খাটো করে দেখেছেন। কিন্তু মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছিল সে। এবার তাকে কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল মমতা সরকার।