Saturday, May 18, 2024
খেলা

‘ভারত মাতা কি জয়’, ধ্বনিতে স্বাগত জানালো হলো অলিম্পিকে রুপোজয়ী চানুকে

নয়াদিল্লি: টোকিওতে অলিম্পিকে রুপো জিতে ইতিহাস গড়েছেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। ভারোত্তোলনে দ্বিতীয়বার পদক পেল ভারত। সোমবার দুপুরে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা জানানো হয় ‘রুপোর মেয়ে’ চানুকে। বিমানবন্দরে পা রাখতেই ‘ভারত মাতা কী জয়’, ‘বন্দেমাতরম’স্লোগানে ফেটে পড়ে উপস্থিত জনতা। বিমানবন্দরে উপস্থিত কর্মী থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা চানুকে করতালির মাধ্যমে স্বাগত জানান। বিমানবন্দরে চানুকে স্বাগত জানানোর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।


বাড়ি পৌঁছে টুইটারে ছবিও পোস্ট করেছেন চানু। লিখেছেন, মানুষের এত ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। দেশে ফিরে ভালো লাগছে।


এদিকে, অলিম্পিকে মহিলাদের ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে সোনাজয়ী চিনের হাউ জিহুইকে ডোপ টেস্টের নির্দেশ দিয়েছে অলিম্পিক কমিটি। জিহুইকে ডোপ টেস্টের জন্য টোকিও ছাড়তে বারণ করেছে অলিম্পিক কমিটি। জিহুই ডোপ টেস্টে ব্যর্থ হলে সোনা পেয়ে যাবেন মীরাবাঈ চানু।

উল্লেখ্য, অলিম্পিকে ভারোত্তোলন বিভাগে ২১ বছর পর পদক পেল ভারত। এর আগে ২০০০ সালে কর্ণম মালেশ্বরী ব্রোঞ্জ জিতেছিলেন।