Sunday, June 22, 2025
টালিউড

পাঠান ২-এ আমাকে নেবেন: মিমি; জবাবই দিলেন না শাহরুখ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে ‘পাঠান’ সিনেমা নিয়ে তোলপাড় গোটা দেশ। সিনেমাটি বয়কটের ডাক দিয়েছে গেরুয়া শিবিরের একাংশ। এর মধ্যেই পাঠান ২-এ অভিনয় করার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। রীতিমতো শাহরুখ খানকে ট্যাগ করে টুইট করেছেন মিমি।

টুইটে লিখেছেন, পাঠান ২-এ কাস্ট করার জন্য আমাকে কি নেবেন? পাশাপাশি, ২৮ তম কলকাতা চলচ্চিত্র উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান অভিনেত্রী।

তবে এখনো পর্যন্ত মিমির টুইটের কোনো জবাব দেননি শাহরুখ খান। বিষয়টি নিয়ে একজন লিখেছেন, ‘ শাহরুখ খান বাঙ্গালীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আমিও চেষ্টা করছি। তাকে পাল্টা জবাব দিয়েছেন মিমি চক্রবর্তী।

তাকে মিমি লিখেছেন, ‘শাহরুখকে নিয়ে এরকম বলবেন না। উনি ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছিলেন। উনি শাহরুখ খান। সবাই ওনার কাছে পৌঁছানোর চেষ্টা করবে। কিন্তু সবাইকে তো উনি রেসপন্স করতে পারবেন না।’

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।