Thursday, April 25, 2024
দেশ

নতুন ভারতের রাষ্ট্রপিতা নরেন্দ্র মোদী: দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আধুনিক ভারতের “রাষ্ট্রপিতা” বলে অভিহিত করেছেন। মোদীকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করার নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে। দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

অমৃতা একজন ব্যাঙ্কার এবং গায়ক। বুধবার নাগপুরে একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের দুইজন রাষ্ট্রপিতা রয়েছে। নরেন্দ্র মোদী নতুন ভারতের জনক এবং মহাত্মা গান্ধী আগের সময়ের জাতির পিতা।” এবার এই প্রথম নয় এক বছর আগেও অমৃতা মোদীকে আধুনিক ভারতের জনক বলেছিলেন। ২০১৯ সালে তিনি মোদীকে “জাতির পিতা” বলে অভিহিত করে নমোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।

ফের নতুন করে বিতর্কিত মন্তব্য করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “আমি একেবারে বাকরুদ্ধ। প্রতিক্রিয়া জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ওপর ছেড়ে দিচ্ছি।”

কংগ্রেস নেত্রী এবং প্রাক্তন মন্ত্রী যশোমতি ঠাকুর বলেছেন, “যারা বিজেপি এবং আরএসএসের সমর্থন করে তারা বারবার মহাত্মা গান্ধীকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। বিজেপি ও আরএসএসের এজেন্ডা ইতিহাস বদলানো। তারা মিথ্যা ছড়ানো এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য তাদের নিজস্ব বর্ণনা তৈরিতে ওস্তাদ। এটি ইতিহাস পরিবর্তনের জন্য একটি সুচিন্তিত প্রচেষ্টা।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ এনসিপি নেতা বলেছেন, “আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? এটা জঘন্য। মহাত্মা গান্ধীর সাথে কি কাউকে তুলনা করা যায়? এটা খুবই তুচ্ছ।”