মেক্সিকোয় প্রবল ভূমিকম্প, মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে

মেক্সিকো সিটি: মেক্সিকোতে সাত মাত্রার চেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়েছেন অনেক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করাা হচ্ছে। শুধুমাত্র মেক্সিকো সিটিতেই এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৪৯।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর একটার কিছু পরে শক্তিশালী এ ভূমিকম্পটি অনুভব হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। এখনও পর্যন্ত প্রায় ১৫০ জন প্রাণ হারিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করাা হচ্ছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী মেক্সিকো সিটি থেকে মাত্র ৭৫ মাইল দূরে।

প্রসঙ্গত উল্লেখ্য, ৩২ বছর আগে এ দিনেই এক ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল মেক্সিকো। মেক্সিকো বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। প্রায় বিশ লাখ মানুষ সেখানে বসবাস করে।