Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

বাংলাদেশে মহালয়ের দিনই দুর্গা প্রতিমা ভাঙল দুষ্কৃতীরা

ফের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা। বোধনের আগেই এ যেন বিসর্জনের করুণ সুর! মহালয়ের দিনই দুর্গা প্রতিমা ভাঙল দুষ্কৃতীরা। বাংলাদেশের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বীরগঞ্জ থানার পুলিশ-ইন-চার্জ আবু আক্কাস ‘ঢাকা ট্রিবিউন’ সংবাদমাধ্যমকে জানান, “সুজলপুর গ্রামের সনাতন পাড়ার দুর্গা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনায় একটি জেনারেল ডায়েরি করা হয়েছে। অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে তৎপর প্রশাসন।”

বাংলাদেশে প্রতিমা ভাঙার মত নির্লজ্জ ঘটনা এই প্রথম নয়। বিগত বছরগুলিতেও হিন্দু সম্প্রদায়ের উপর হত্যা-জখম-নির্যাতন, মন্দির ভাঙচুর, মন্দিরের পুরোহিত হত্যা, লুটপাট, বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা অব্যাহত ছিল।

সূত্র- ঢাকা ট্রিবিউন