Saturday, July 27, 2024
রাজ্য​

অধ্যাপকদের আবেদনের বয়স ৩৭ থেকে ৪০ করল রাজ্য সরকার

কলকাতা: রাজ্যের অধ্যাপক পদে আবেদনকারীদের জন্য সুখবর। চাকরিতে আবেদনের বয়সের সময়সীমা ৩৭ থেকে বাড়িয়ে ৪০ বছর করা হল। এর আগে জেনারেল ক্যটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে ৩৭ বছর বয়স ছিল চাকরীর ক্ষেত্রে আবেদন করার শেষ সময়সীমা। যার ফলে সমস্যায় পড়তে হত আবেদনকারীদের। কিন্তু এবার থেকে বয়স সীমা ৪০ বছর করায় অনেকটাই সুবিধা পাবেন তাঁরা।

রাজ্যে অধ্যাপকদের ক্ষেত্রে স্থায়ী পদে আবেদনের নিয়ম কোন ব্যক্তিকে নেট, সেট কিংবা পিএইচডি-এর অধিকারী হতে হবে। তবেই তিনি কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে আবেদন করার যোগ্য হিসাবে গন্য হবেন। এক্ষেত্রে জেনারেল ক্যটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে সেই বয়সটা ছিল ৩৭। যা এবার বাড়িয়ে করা হল ৪০ বছর।

এতদিন পর্যন্ত এসসি, ST কিংবা OBC-দের ক্ষেত্রে আবেদনের সেই বয়স সীমা ছিল ৪২। ফলে জেনারেল ক্যটাগরির আবেদনকারীদের তুলনায় অনেকাংশেই বেশী সুবিধা ভোগ করলেন এই সমস্ত আবেদনকারীরা। তবে এখন থেকে জেনারেল ক্যটাগরির আবেদনকারীদের বয়স সীমা ৩৭ থেকে ৪০ করায় অনেকটাই স্বস্তিতে তাঁরা।