Tuesday, November 5, 2024
আন্তর্জাতিক

পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের যা বললেন ইমরান খান

ইসলামাবাদ: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা জবাব হিসাবে পাকিস্থানের বালাকোটে এয়ার স্ট্রাইকের পর ভারত-পাকিস্তানের উত্তেজনায় অনেকটা চিন্তিত ছিল পাকিস্তানের হিন্দু নাগরিকরা। কিন্তু এবার তাঁদের সাহস যোগালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমরা হিন্দুদের প্রতি কোনও ধরনের অন্যায় সহ্য করব না।

শুক্রবার পাকিস্থানের সিন্ধু প্রদেশের থারপারকার জেলার ছাছরো শহরে একটি জনসমাবেশে তিনি বলেন, আজ আমি এখানে আপনাদেরকে বলতে এসেছি আমার সরকার পূর্ণ সংহতি নিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আছে। পাকিস্তানের যেকোনও সংখ্যালঘু সম্প্রদায়কে দেশের নাগরিক হিসেবে সমান অধিকার দেয়া আমাদের দায়িত্ব। এক্ষেত্রে কোনও ধরনের বৈষম্যকে মেনে নেয়া হবে না।

এই জনসমাবেশে ইমরান খান থারপারকার জেলাবাসীদের জন্য একটি হেলথ প্যাকেজ ঘোষণা করেন, যার অধীনে এক লাখ ১২ হাজার পরিবারকে ‘ইনসাফ হেলথ কার্ড’ সরবরাহ করা হবে।

তিনি বলেন, এই অঞ্চলে দুটি আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল এবং চারটি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে। যদি কোনও পরিবারের কেউ অসুস্থ হয়, তবে এই হেলথ কার্ড দেখিয়ে তার পছন্দ মতো যেকোনও হাসপাতাল থেকে চিকিৎসা নিতে পারবে।

এদিনের জনসমাবেশে উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী ড. আরবাব গুলাম রহিম।