Tuesday, March 25, 2025
Latestদেশ

মরিশাসের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে আরও একবার মর্যাদার আসনে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরিশাস সরকারের পক্ষ থেকে তাঁকে দেশটির সর্বোচ্চ সম্মাননা “দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান”-এ ভূষিত করা হয়েছে। মরিশাস সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম এই সম্মাননায় মোদীকে ভূষিত করেন।

বিশ্বমঞ্চে ভারতের গর্ব

মরিশাসের রাজধানী পোর্ট লুইসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম বলেন, “প্রধানমন্ত্রী, এই সম্মাননা আপনার প্রাপ্য। আমরা একটি প্রজাতন্ত্র হওয়ার পর থেকে মাত্র পাঁচ জন বিশিষ্ট বিদেশি এই সম্মাননা পেয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন ‘আফ্রিকার গান্ধী’ হিসেবে পরিচিত নেলসন ম্যান্ডেলা, যিনি ১৯৯৮ সালে এই সম্মান পেয়েছিলেন।”

মোদীর প্রতিক্রিয়া

এই বিরল সম্মাননা পেয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “মরিশাসের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক এবং আবেগপূর্ণ। দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। এই সম্মান শুধু আমার নয়, সমগ্র ভারতের গর্ব।”

উপহার বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র এবং তাঁর স্ত্রীকে ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ (ওসিআই কার্ড) প্রদান করে সম্মানিত করেন মোদী। এ ছাড়াও মরিশাসের প্রেসিডেন্ট ধরমবীর গোখুল এবং তাঁর স্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

মরিশাসের রাষ্ট্রনেতাদের জন্য মোদী নিয়ে গিয়েছিলেন বিশেষ উপহার। উপহারের তালিকায় ছিল জরির কাজ করা বেনারসি শাড়ি, গুজরাতে তৈরি কারুকাজ করা সাদেলি বাক্স, বিহারের বিখ্যাত মাখানা এবং প্রয়াগ সঙ্গমের মহাকুম্ভের পবিত্র জল।

জাতীয় দিবসে বিশেষ অতিথি

বুধবার মরিশাসের জাতীয় দিবস উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মোদী। তাঁর এই সফরের অন্যতম উদ্দেশ্য ভারত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক ও কৌশলগত প্রভাব বৃদ্ধি করা। বিশেষজ্ঞদের মতে, ভারত-মরিশাস দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে মোদীর এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আন্তর্জাতিক সম্মাননায় সমৃদ্ধ মোদী

উল্লেখ্য, এর আগেও প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মাননায় ভূষিত হয়েছেন। গায়ানা, কুয়েত এবং ডোমিনিকান রিপাবলিকের মতো দেশের পক্ষ থেকেও তিনি সর্বোচ্চ সম্মান পেয়েছেন। মরিশাসের সর্বোচ্চ সম্মাননা তাঁর আন্তর্জাতিক নেতৃত্বের প্রতি স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মরিশাসের সর্বোচ্চ সম্মাননা লাভ করে প্রধানমন্ত্রী মোদী আবারও প্রমাণ করলেন যে, তাঁর নেতৃত্বে ভারত শুধু অভ্যন্তরীণ ক্ষেত্রেই নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও সমানভাবে মর্যাদা অর্জন করছে। ভারতের প্রতি মরিশাসের এই কৃতজ্ঞতাসূচক সম্মাননা দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।