Sunday, September 15, 2024
দেশ

কর্ণাটকে বিনামূল্যে বাসে ভ্রমণ করতে বোরখা পরে রাস্তায় যুবক, ধরা পড়তেই হুলুস্থুল কাণ্ড

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়তের সুবিধা দেওয়া হবে। গত ১১ জুন থেকে মহিলাদের বিনামূল্যে বাসে ভ্রমণের ব্যবস্থা করেছে কংগ্রেস সরকার। সেই সুবিধা পেতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক যুবক! কর্নাটকের ধরওয়াদ জেলার হুবলী শহরে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, বীরভদ্রয়া মঠপতি নামে এক যুবক বোরখা পরে হুবলী বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। বীরভদ্রয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় তাঁকে দেখে সন্দেহ হয় উপস্থিত বাকি যাত্রীদের। তাকে ঘিরে ধরলে তিনি একটি আধার কার্ডের জেরক্স কপি দেখান। সেই আধার কার্ডে এক জন মহিলার নাম এবং ছবি ছিল। তবে মহিলাদের গলায় কথা বলতে গিয়েই বাঁধে বিপত্তি। এরপরে বোরখা খুলে দেখা যায়। হাতেনাতে ধরা পড়ে যান ওই যুবক।

ওই যুবকের দাবি, ভিক্ষা করার উদ্দেশ্যে তিনি বোরখা পরেছেন। যদিও উপস্থিত যাত্রীদের সন্দেহ বিনামূল্যে বাসে ভ্রমণ করতেই বিগত কয়েকদিন ধরে বোরখা পরে যাতায়াত করছিলেন ওই যুবক।