আসামে ২ হিন্দু নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, একজনের মৃত্যু; গ্রেফতার ২ মুসলিম যুবক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসামের হাইলাকান্দি জেলা থেকে অপহরণ ও গণধর্ষণের এক নৃশংস ঘটনা সামনে এসেছে। ৫ মুসলিম যুবক স্কুলের সামনে থেকে দুই নাবালিকা হিন্দু মেয়েকে অপহরণ করে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। নির্যাতিতাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা চলছে।
তথ্য অনুযায়ী, রূপালী (নাম পরিবর্তিত, বয়স ১৪) এবং সুস্মিতা (নাম পরিবর্তিত, বয়স ১৬) মোহনপুর অভয়চরণ এমই স্কুলের ছাত্রী ছিল। গত ৪ জুলাই মঙ্গলবার স্কুল থেকে ফেরার সময় জাবির ও জুবায়েরসহ অন্যরা তাদের টেনেহিঁচড়ে রোসকান্দি চা বাগানে নিয়ে যায়। তাদের নির্মমভাবে গণধর্ষণ করে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
Accused in abduction and brutal rape of two minor Hindu girls: (1) Jabir Ahmed Barbhuiya, S/O Ainul Hoque Barbhuiya and (2) Ansar Uddin Mazumder, S/O Aftab Uddin Mazumder, both of Barnee Breese, PS Algapur, have been arrested by the I/C, Mohanpur PP, Algapur PS. pic.twitter.com/pfY6YEp8cj
— Hindu Voice (@HinduVoice_in) July 5, 2023
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। বুধবার রাতে রুপালীর মৃত্যু হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে জাবির নামে এক আসামিকে গ্রেফতার করে। বাকিরা এখনও পলাতক। হাইলাকান্দি পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মামলার প্রধান আসামি জুবায়ের আহমেদ তালুকদার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। এখনও তিনি পলাতক।
ঘটনার সময় মোট ৫ থেকে ৬ জন যুবক উপস্থিত ছিল বলে অভিযোগ কিশোরীর পরিবারের সদস্যদের। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
তথ্যসূত্র: Hindu Post