ব্যাঙ্কে মাত্র ১৭ টাকা রেখে ১০০ কোটি টাকা মন্দিরে দান করলেন ‘ভক্ত’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের শ্রী শ্রীবরালক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে (সিমহাচলম মন্দির নামে পরিচিত) বিরাট বড় অঙ্কের টাকা দান করলেন এক ‘ভক্ত’। ১০০ কোটি দান করার পরে ওই ভক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে দেখা যায় মাত্র ১৭ টাকা পড়ে রয়েছে।
মন্দির কর্তৃপক্ষ ২৩ আগস্ট দানবাক্সের টাকা সংগ্রহের সময় মন্দিরে চেকটি পায়। এরপরে মন্দিরের নির্বাহী কর্মকর্তা ত্রিনাধ রাওকে অবহিত করা হয়। মন্দির কর্তৃপক্ষ যাচাইয়ের জন্য অবিলম্বে MVP কলোনির কোটক ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করে। জানা গেছে, চেকটি যে অ্যাকাউন্ট থেকে ইস্যু করা হয়েছিল, বোদ্দেপল্লী রাধাকৃষ্ণের অ্যাকাউন্ট নম্বর 8313295434. তার নামে মাত্র ১৭ টাকা ছিল।
এই ঘটনা সামনে আসতেই বোদ্দেপল্লী রাধাকৃষ্ণের সম্পর্কে মানুষের কৌতূহল বেড়েছে। নেটিজেনরা মনে করছেন, মজা করতেই ওই ব্যক্তি এক কান্ড ঘটিয়েছেন। এদিকে, মন্দির কর্তৃপক্ষ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে বোদ্দেপল্লী রাধাকৃষ্ণার সম্পর্কে তথ্য জোগাড় করতে চাইছে। এই পিছনে অন্য কোনও উদ্দেশ্য লুকিয়ে আছে কিনা সেটাও নজরে রাখা হচ্ছে।